মঙ্গলবার, ২১ মে, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

ফেনীতে ফ্রিজের কমেপ্রসার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ 

ফেনী প্রতিনিধি

ফেনীতে ফ্রিজের কমেপ্রসার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ 

ফেনীতে ফ্রিজের কমেপ্রসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। বাকি দুজনের দেহের ৩৫ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে। বুধবার (২৭ ডিসেম্বর) তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কস্থ মেডিস্ক্যান হাসপাতাল সংলগ্ন ইতালী ভবন-(২) এর ৫ম তলায় এ দুর্ঘটনাটি ঘটে। অহতরা হলেন, গৃহকর্তা আষিশ ও তার স্ত্রী টুম্পা রানী এবং তার ছেলে রিক। তারা ওই ভবনের ভাড়া থাকতেন। 

ফেনীস্থ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, বিদ্যুতের  কানেকশান ক্রুটিপূর্ণ হওয়ায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। 

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফৌজুল কবির জানান, দগ্ধ হওয়া আষিশের অবস্থা সংকটাপন্ন। এছাড়াও গৃহবধূ টুম্পা রানীর দেহের ৩৫ থেকে ৪০ ভাগ এবং তার ছেলে রিকের দেহের ৪০ থেকে ৫০ ভাগ পুড়ে পুড়ে গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

টিএইচ